ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লর্ডস টেস্টে অবশেষে লিড নিয়েছে ইংল্যান্ড

প্রকাশিত: ১১:৩১, ২৬ জুলাই ২০১৯

 লর্ডস টেস্টে অবশেষে লিড নিয়েছে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ চারদিনের টেস্ট ম্যাচে ২০৭ রানে গুটিয়ে গেলেও ইংল্যান্ডের চেয়ে ভাল অবস্থানে থেকেই শেষ করে তারা। ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১ ওভারে শূন্য রান নিয়ে প্রথমদিন শেষ করে ইংল্যান্ড। ইংল্যান্ডের এমন ব্যাটিংয়ের পর সাবেক অধিনায়ক ভন বলেন, ‘যখন বল কিছু করতে শুরু করবে তখন চোখ বন্ধ রেখে প্রার্থনা করতে হবে ইংল্যান্ড টিকে যাবে। অবশ্যই অনেক ভাল বল হয়েছে, কিন্তু সেই সঙ্গে বাজে শট ও ভীত-সন্ত্রস্ত খেলা দেখেছি আমরা। সত্যিকার অর্থে এটা খুবই আশঙ্কাজনক এবং বিরক্তিকর। হোম অব ক্রিকেটে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমে ৮৫ রানে অলআউট হওয়াকে কোনভাবেই বর্ণনা করা যায় না।’ একটামাত্র সেশনেই ১০ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ২০১৬ সালের পর এমন ঘটনা চতুর্থবার ঘটল ইংলিশদের। অথচ ১৯৩৮ সালের পর ২০১৬ সালেই প্রথমবার ঘটেছিল এমনটা। আইরিশদের বিপক্ষে এমন পারফর্মেন্সকে ইতিহাসের মধ্যে সবচেয়ে বাজে বলেই দাবি করলেন ভন। ১ আগস্ট থেকে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে এ্যাশেজ লড়াইয়ে নামতে হবে। তার আগে আইরিশদের বিপক্ষে নিজেদের প্রস্তুত করার জন্যই এই একটি টেস্ট খেলছে ইংল্যান্ড। ভন বলেন, ‘ইংল্যান্ড দলে অনেক মেধা আছে। হয়তো তারা এ ম্যাচ সফলভাবেই শেষ করবে। কিন্তু যখন খুবই কঠিন হয়ে ওঠে উইকেট এবং বলে যথেষ্ট মুভমেন্ট থাকে সে সময় মানসিকতা আরও শক্ত থাকতে হবে। যদি তারা এই মানসিকতায় পরিবর্তন আনতে না পারে তাহলে আরও অনেকদিন এ রকম আসবে আগত সপ্তাহগুলোতে।’ অবশ্য দ্বিতীয় ইনিংসেই কঠোর মানসিকতা দেখিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়দিনের শুরুতে জো বার্নস (৬) সাজঘরে ফিরে গেছেন দলীয় ২৬ রানে। কিন্তু এরপর জ্যাক লিচ ও রয় দুর্দান্ত ব্যাটিং করে আইরিশদের উল্লাসধ্বনিকে চাপা দিয়েছেন। টেস্টে অভিষেক হওয়া ওয়ানডের মারকুটে ওপেনার রয় ওয়ানডাউনে নেমে বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন। মাত্র ৭৮ বলে ১০ চার, ১ ছক্কায় ৭২ রান করার পর সাজঘরে ফিরেছেন তিনি। তবে লিচ এগিয়ে যাচ্ছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরির দিকে। কিন্তু তাকেও থামিয়েছেন মুরটাঘ। ৩ উইকেটে ১৮২ রান তুলে ৬০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। লিচ ১৬২ বলে ১৬ চারে ৯২ রানে সাজঘরে ফেরেন। জো ডেনলি ব্যাট করছেন ৩ রানে। তার সঙ্গী হয়েছেন অধিনায়ক রুট। এখনও দু’দিন বাকি ম্যাচের। দ্বিতীয় ইনিংসে বড় লিড নেয়ার জন্য ইংলিশদের হাতে আছে আরও ৭ উইকেট।
×