ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় দুই দল

প্রকাশিত: ১১:৩০, ২৬ জুলাই ২০১৯

জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় দুই দল

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে সাতবার দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। একবারও সিরিজে জিততে পারেনি। দুইবার সিরিজে ড্র করেছে। ২০১৭ সালে দুই দলের মধ্যকার সর্বশেষ সিরিজে শুধু প্রথম ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশ। সিরিজে শুভ সূচনা করেছিল। এছাড়া ২০০২ সাল থেকে আর কোন সিরিজেই প্রথম ওয়ানডেতে জিততে পারেনি বাংলাদেশ। এবার কী জয় দিয়ে সিরিজ শুরু করতে পারবে বাংলাদেশ? নাকি আবার সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কারই জয় জয়কার হবে? দুই দলই জয় দিয়ে সিরিজ শুরু করতে চায়। শেষ পর্যন্ত কাদের আশা পূরণ হবে? তা আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে শেষ হতেই বোঝা হয়ে যাবে। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। প্রথমবার বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন তামিম। তিনি জয় দিয়েই সিরিজ শুরু করার আশা করছেন। বলেছেন, ‘অবশ্যই আমাদের মূল লক্ষ্য থাকবে (আজকের) ম্যাচটি জেতার। আমরা একধাপ করে এগোতে চাই। আমরা অনেক দূর যেতে চাই।’ তামিম শুধু ম্যাচ নন, এবার প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজে হারানোর প্রত্যাশাও করেছেন। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত যে আমাকে যদি জিজ্ঞেস করেন কিংবা ওদের অধিনায়ককেও জিজ্ঞেস করেন তাহলে সেও বলবে যে সিরিজটি জিততে চায়। আমিও চাই সিরিজ জিততে। আপনাকে সব ছোট ছোট বিষয় সঠিকভাবে পালন করতে হবে। আর এটি শুরু হবে ম্যাচের প্রথম বল থেকেই। সেটি আমরা বোলিং কিংবা ব্যাটিং যেটাই করি।’ সিরিজ জিততে হলে যে শুরুটা দুর্দান্ত হতে হবে। তাও ভাল করে জানেন তামিম। তাইতো বলেছেন, ‘আমি সবসময় বলি যে স্টার্টিং লাইনের আগে যদি ফিনিশিং লাইন দেখা শুরু করি তাহলে সেটি একটি সমস্যা। আমাদের একটি ভাল শুরু করতে হবে আগামীকাল (আজ)। সেটি বোলিং কিংবা ব্যাটিং যেটাই করি না কেন।’ তামিম যেখানে সিরিজের সূচনাটা জয় দিয়ে করতে চান, শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নেরও চাওয়া একটাই; সিরিজে শুভ সূচনা। আবার পেসার লাসিথ মালিঙ্গার শেষ ম্যাচ আজ। বেলা ৩টায় ম্যাচটি শুরু হয়ে শেষ হতেই মালিঙ্গার ওয়ানডে ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। ২২৫ ওয়ানডে ম্যাচে ৩৩৫ উইকেট নেয়া দেশের অন্যতম সেরা এ পেসারের বিদায়টা জয় দিয়েই দিতে চান শ্রীলঙ্কা ক্রিকেটাররা। করুনারত্নে তাই বলেছেন, ‘আমরা এটাই (মালিঙ্গার বিদায়ী ম্যাচে জয়) ভাবছি। ম্যাচে জেতাই মূল উদ্দেশ্য। আমরা এভাবে তাকে বিদায় জানাতে পারি।’ যে কোন মূল্যে প্রথম ম্যাচ জিততে চান করুনারত্নে। আজকের ম্যাচটিতে শ্রীলঙ্কা ফেবারিটের তকমাও পাচ্ছে। কারণ বাংলাদেশ দলে ইনজুরির জন্য নেই নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছুটিতে থাকায় সিরিজ খেলছেন না। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ইনজুরিতে খেলবেন না। ব্যাটসম্যান লিটন কুমার দাসও ছুটি নিয়ে সিরিজে খেলছেন না। গুরুত্বপূর্ণ চার ক্রিকেটার নেই। তাতে শ্রীলঙ্কারই সুবিধা হওয়ার কথা। অবশ্য এসব নিয়ে ভাবনা নেই লঙ্কানদের। তারা ম্যাচ কিভাবে জিতবেন সেই ছক করে রেখেছেন। করুনারত্নে যেমন বলেছেন, ‘বাংলাদেশ কয়েক বছর ধরে সত্যিই ভাল ক্রিকেট খেলছে। বিশ্বকাপেও তারা ভাল করেছে। কিন্তু আমি মনে করি তাদের (মাশরাফি, সাকিব, সাইফউদ্দিন, লিটন) বদলি হিসেবে যারা এসেছে তারাও দলের হয়ে ভাল করেছে। তাই জয়ের জন্য আমরা নিজেদের সেরাটাই দিতে চাই। কোন ম্যাচই হাল্কা চোখে দেখছি না।’
×