ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবমেরিন রোবট

প্রকাশিত: ০৯:৪৫, ২৬ জুলাই ২০১৯

সাবমেরিন রোবট

দুই কিলোমিটার সমুদ্রতলে টানা ১০ দিন ধরে কাজ করতে পারে সাবমেরিন রোবট। এমন রোবট সাবমেরিন সমুদ্রের তলদেশে ঘুরে বেড়াচ্ছে। এদের সংখ্যা তিন হাজার ৮৮১টি। ‘আকুয়াবোট’ নামের এ রোবটগুলো দেখভাল করে সমুদ্র ও আবহাওয়া নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ‘আর্গো’। প্রতি ১০ দিন অন্তর এগুলো সমুদ্রের তলদেশের সংগৃহীত তথ্য আর্গোর কেন্দ্রীয় ডাটা সেন্টারে পাঠায়। সূত্র : ডেইলি মেইল
×