ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যারিকোর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৯:৩৬, ২৬ জুলাই ২০১৯

 ম্যারিকোর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। ৩০ জুন ২০১৯ সমাপ্ত সময় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এদিকে কোম্পানির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ২৬ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ১৭ টাকা ৬২ পয়সা। একই সময় কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৬৬ টাকা ৮৫ পয়সা। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট। -অর্থনৈতিক রিপোর্টার
×