ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রকাশিত: ০৬:৪৯, ২৫ জুলাই ২০১৯

 ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

অনলাইন রিপোর্টার ॥ ইলিশ এর ডিম ছাড়ার সময়ে মাছ ধরা নিষিদ্ধ করায় বিগত কয়েক বছর ধরে ব্যাপক পরিমাণ ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। বিগত ৬৫ দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ইলিশ ধরা। এ কারণে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর ইলিশ। ফলে দাম কমেছে ইলিশের। কম দামে ইলিশ বিক্রি করলেও খুশি জেলেরা। কারণ দীর্ঘদিন পর তাদের জালে ধরা পড়েছে প্রচুর ইলিশ। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী শহরের নিউ মার্কেট ও নতুন বাজার ঘুরে দেখা যায়, ৪০০ থেকে ৫০০ গ্রামের প্রতি কেজি সাগরের ইলিশ ৩৫০ থেকে ৪০০ টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রামের প্রতি কেজি নদীর ইলিশ ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মহিপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু গাজী বলেন, বর্তমানে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। তাই দাম কম। ৪০০-৫০০ গ্রামের ইলিশ প্রতি মণ ১৪ হাজার থেকে-১৪ হাজার ৫০০ টাকা, ৫৫০-৬০০ গ্রামের প্রতি মণ ইলিশ ১৯ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা, ৮০০-৯০০ গ্রামের ইলিশের মণ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
×