ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় দুই শিক্ষক বহিষ্কার

প্রকাশিত: ১০:১৬, ২৫ জুলাই ২০১৯

 না’গঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় দুই শিক্ষক বহিষ্কার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরের নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষকসহ দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেয়ার অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের এমপি সেলিম ওসমান এ নির্দেশ দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী। বহিষ্কৃত শিক্ষকরা হলেন- ইংরেজী শিক্ষক আল-আমিন, হিসাববিজ্ঞান শিক্ষক কাউসার হোসেন। জানা গেছে, বাগদোবাড়িয়া গ্রামে নির্মিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আল-আমিন এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে এ অভিযোগে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান বিদ্যালয়ে উপস্থিত হয়ে আলোচনায় বসেন। আলোচনায় সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ইংরেজী শিক্ষক আল-আমিন ও তাকে সহযোগিতা করার অভিযোগে হিসাববিজ্ঞান শিক্ষক কাউসার হোসেনকে বহিষ্কার করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার অপরাধে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করা হয়। ইউএনও পিন্টু বেপারী আরও বলেন, কোন ছাত্রী বা তার অভিভাবক আমাদের কাছে কোন অভিযোগ করেনি। বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এটা নিয়ে মানববন্ধন করেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষকসহ দুই শিক্ষককে সংসদ সদস্য বহিষ্কার করেছেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করেছেন। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি জানান।
×