ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়াসার পানি নিয়ে প্রতিবেদনের পরবর্তী শুনানি ৩০ জুলাই

প্রকাশিত: ০৯:৪১, ২৫ জুলাই ২০১৯

 ওয়াসার পানি নিয়ে প্রতিবেদনের পরবর্তী শুনানি ৩০ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কয়েকটি এলাকায় ওয়াসার পানিতে মল ও ব্যাকটেরিয়ার অস্তিত্ব নিয়ে প্রতিবেদনের শুনানিতে আদালত বলেছে, আমাদের দরকার বিশুদ্ধ পানি। আমরা বিশুদ্ধ পানি চাই। আপনারা বিশুদ্ধ পানি নিশ্চিত করুন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এই মন্তব্য করেন। মামলা শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। আদালতে ওয়াসার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুম। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। বুধবার শুনানিতে ব্যারিস্টার এ এম মাছুম বলেন, সমন্বিত পানি পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছিল ফিকাল কলিফর্ম পাওয়া গিয়েছিল। সেই প্রতিবেদনে কিছু সুপারিশ ছিল, সেগুলো বাস্তবায়ন করছি। সে সুপারিশ অনুসারে আইসিডিডিআরবি ও বুয়েটে আমাদের পানি পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পাতলা খান লেনের পানির রিপোর্ট পেয়েছি। মিরপুরেরটা রবিবার পাব। তখন এ্যাডভোকেট তানভীর আহমেদ বলেন, আদালতের আদেশের পরে পানি পরীক্ষার জন্য কমিটি গঠন করতে তিন মাস সময় লেগেছিল।
×