ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেঙ্গু ও ম্যালেরিয়া নির্মূলে ২৪ পদাতিক ডিভিশনের র‌্যালি

প্রকাশিত: ০৯:৪০, ২৫ জুলাই ২০১৯

 ডেঙ্গু ও ম্যালেরিয়া নির্মূলে ২৪ পদাতিক  ডিভিশনের র‌্যালি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচী পালন করছে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। গত ২১ জুলাই থেকে এ কর্মসূচী শুরু হয়েছে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। বুধবার এ উপলক্ষে ডিভিশনের সদর দফতরের তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান। অংশগ্রহণ করেন সেনানিবাসে অবস্থানরত বিভিন্ন শাখার সেনা সদস্য, তাদের পরিবারবর্গ এবং সকল স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। র‌্যালি সেনানিবাসের মূল ফটক থেকে শুরু হয়ে টাইগার চত্বরে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরিয়া কমান্ডার মতিউর রহমান বলেন, সকলকে যার যার অবস্থানের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু ও ম্যালেরিয়া নিধনে বর্তমানে দেশের সকল প্রান্তে অভিযান চলছে।
×