ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেশিনারিজ ঘোষণায় জাহাজভর্তি মদ

প্রকাশিত: ০৯:৩৮, ২৫ জুলাই ২০১৯

মেশিনারিজ ঘোষণায় জাহাজভর্তি মদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা দিয়ে চীন থেকে আনা হয়েছে জাহাজভর্তি মদ ও বিয়ার। চট্টগ্রাম বন্দরে চালানটি আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উচ্চশুল্কের এই মাদকদ্রব্যের বিশাল এ চালান খালাস করা গেলে সরকারের কয়েক কোটি টাকার রাজস্ব ক্ষতি হতো। বুধবার সকাল থেকেই জাহাজটিতে আসা পণ্যের কায়িক পরীক্ষা চলে। এ কার্যক্রম শতভাগ শেষ হতে আরও সময় লাগবে। এ ব্যাপারে কাস্টমস এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলম। তিনি জানান, বড় জাহাজ থেকে দুটি বার্জে কিছু মদ ও বিয়ার খালাস হয়ে গিয়েছিল। মঙ্গলবার আরেকটি বার্জে পণ্য তুলে নেয়ার চেষ্টাকালে চালানটি ধরা পড়ে।
×