ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসুন কিছু করি

প্রকাশিত: ০৯:১৮, ২৫ জুলাই ২০১৯

 আসুন কিছু করি

দেশে বন্যা শুরু হয়েছে, ইতোমধ্যে ১৫টি জেলা বন্যার কড়াল গ্রাসে নিপতিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই বানভাসী মানুষদের জন্য আমরা কি করছি? দেশের অনেক ধনী মানুষ ঢাকা ও অন্যান্য শহরে বসবাস করে। এই সব মানুষ যেহেতু শহরে বসবাস করে তাই তারা বন্যা দুর্গতদের দুঃখ কষ্টের কথা তেমন অনুভব করতে পারছে না। আমরা তো জানি, ‘জীবে দয়া করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর’। আমরা আরও জানি ‘আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনী পরে।’ এই কথাগুলো তো এখন পুঁথি পুস্তকের কথা। মানুষ কিন্তু এখন প্রত্যেকেই প্রত্যেককে নিয়ে ব্যস্ত। তার পরেও দুস্থদের সাহয্যার্থে প্রত্যেকেরই সাধ্যানুযায়ী এগিয়ে আসা উচিত। বাংলাদেশ নদীমাতৃক দেশ- এখানে প্রতি বছর না হলেও অতি ঘন ঘন বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। অতীতে দেখেছি বন্যার সময় শহরবাসী লোকেরা বন্যার্তদের পাশে এসে সাহায্য সামগ্রী নিয়ে এসে দাঁড়াত, কিন্তু এখন এই জিনিসের একান্ত অভাব লক্ষ্য করছি। শহরবাসী লোকদের উচিত সাহায্য সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে এসে দাঁড়ানো- এতে পুণ্যও হবে আবার গরিব অসহায় মানুষকে সাহায্যও করা হবে। বন্যার সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে- যেমন: ডায়রিয়া-কলেরা ও অন্যান্য পানিবাহিত রোগ। এই সব রোগ সুপেয় পানির অভাবেই হয়ে থাকে। তাই দেশের সর্বত্র স্বেচ্ছাসেবক দল গঠন করে বন্যার সময় খাদ্য ও পানীয় সরবরাহ করার জন্য ব্যবস্থা নেওয়া অতীব প্রয়োজন। স্বাস্থ্য অধিদফতর/বিভাগের অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের সর্বাত্মক সাহায্য করার জন্য সকলেরই এগিয়ে আসা উচিত। আমরা আশা করি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই কাজে সার্বিক সহায়তা প্রদান করার জন্য ঘর থেকে বেরিয়ে এসে স্বাস্থ্য বিভাগীয় লোকদের সঙ্গে একাত্ম হয়ে সেবামূলক কাজে অংশগ্রহণ করবেন। মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তারাও এই সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন। যে সব অসহায় মানুষ নদী ভাঙ্গনের ফলে ঘর-বাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাদের পাশে এসে দাঁড়ানো দেশের ধনাঢ্য ব্যক্তিদের একান্ত প্রয়োজন। সমাজ এইসব বন্যাপীড়িত লোকদের দুঃখ-দুর্দশা লাঘবের দায়িত্ব এড়াতে পারে না, তাই সমাজে বসবাসকারী লোকদের উচিত এই বন্যাদুর্গত লোকদের দুঃখ-কষ্ট লাঘবের জন্য তাদের পাশে এসে দাঁড়ানো। বন্যার ভয়াবহতা লক্ষ্য করে আর কালক্ষেপণ না করে এখনই সময় তাদের সাহায্যার্থে এগিয়ে আসা, তাই আসুন আমরা সকলে মিলে বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে আসি। লেক সার্কাস, কলাবাগান, ঢাকা থেকে
×