ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সামজ ভাবনা - বিষয় ॥ বন্যায় সমাজের দায়

প্রকাশিত: ০৯:১৭, ২৫ জুলাই ২০১৯

সামজ ভাবনা -	বিষয় ॥ বন্যায় সমাজের দায়

জসিম উদ্দীন ॥ বাংলাদেশের পাঁচটি অনুন্নত জেলার মধ্যে গাইবান্ধা অন্যতম। উন্নয়নের দিক দিয়ে গাইবান্ধা অনেক পিছিয়ে থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ের দিক দিয়ে কোন অংশেই পিছিয়ে নেই এই গাইবান্ধা। এই প্রাকৃতিক বিপর্যয় শিকারের প্রধান কারণ হলো, অধিকাংশ অঞ্চলই নিম্নভূমি এবং যমুনা নদী এবং তিস্তা নদী মুখ বেষ্টিত চরাঞ্চল। এসব কারণে প্রতিবছর নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে ভয়াবহ বন্যার শিকার হতে হয় এসব নিম্নভূমি অঞ্চলে বসবাসরত মানুষদের। প্রতিবছর বন্যার ক্ষয়ক্ষতির একটা নির্দিষ্ট মাত্র থাকলেও এ বছর বন্যা সে মাত্রা ছাড়িয়েছে কয়েকগুণ বেশি। অতীতের সকল রেকর্ড ভেঙ্গে বিপদসীমার ১৪১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি। এরপরও পানি থেমে নেই ক্রমশ বাড়ছে তো বাড়ছেই। গত দুই দিন হলো কোন প্রকার বিদ্যুত এবং নেটওয়ার্ক সংযোগ ও নেই। প্রায় দুই লক্ষাধিক মানুষ এখন গৃহহারা, ৯৫ শতাংশ ঘর-বাড়ি প্রায় সম্পূর্ণ পানির নিচে। এমন অবস্থায় মানুষ নিরূপায়, আসবাবপত্র ভেসে যাচ্ছে বন্যার পানিতে। গৃহপালিত পশু-পাখিকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। মানুষ যাই হোক যেভাবে পাড়ুক উঁচুতে টং পুঁতে কোন রকম বেঁচে থাকলেও গৃহপালিত এসব পশুপাখির কষ্ট দেখে মনুষ্যত্ব ভেঙ্গে পড়ছে। গাইবান্ধা জেলার ফুলছড়ি ইউনিয়নে এই বন্যা আরও প্রকট আকার ধারণ করেছে, কারণ ফুলছড়ি ইউনিয়নের অধিকাংশ এলাকা জুড়েই যমুনা নদী চর বেষ্টিত এলাকা। এখানে প্রায় ৯৯ শতাংশ বাড়িতে পানি উঠেছে। ঘরের চালা ডুবে গেছে প্রায় ৮০ শতাংশ ঘর-বাড়ির। এমনকি ফুলছড়ির প্রত্যেকটি স্কুল অবধিও এখন পানির নিচে। কোন আশ্রয় কেন্দ্র না থাকায় মানুষ এখন কি যে কষ্টে আছে তা বর্ণনাতীত! প্রত্যেকটি মানুষ শুকনা খাবার এবং সুপেয় পানির অভাব চরমভাবে উপলব্ধি করছে। প্রাকৃতিক সকল কাজ মানুষকে চরম কষ্ট নিয়েই পানির মধ্যেই সারতে হচ্ছে। এমত অবস্থায় মানুষ বিভিন্ন দাতাগোষ্ঠীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সামান্য কিছু সাহায্য পেলে অনেক বেশি উপকৃত হবে তারা। বিশেষ করে শুকনা খাবার, স্যালাইন এবং সুপেয় পানির ব্যবস্থা করলে সেটা তাদের জন্য হবে সবচেয়ে বেশি উপকারী হবে। এছাড়াও মানুষ কিরূপ অবস্থায় বেঁচে আছে এটা দেখার জন্য বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছে অনুরোধ জানিয়েছে তারা। দয়া করে তাদের নিয়ে একটু ভাবুন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। মনুষ্যত্ব বেঁচে থাকলে বাঁচবে মানুষ। বাঁচবে কিছু নিষ্পাপ প্রাণীর জীবন। ফুলছড়ি, গাইবান্ধা থেকে
×