ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা ফজিলাতুন্নেসা এ্যাওয়ার্ড পেল নয়ন ওঝা ও হাসি ফাউন্ডেশন

প্রকাশিত: ০৮:৩৭, ২৫ জুলাই ২০১৯

 বঙ্গমাতা ফজিলাতুন্নেসা  এ্যাওয়ার্ড পেল নয়ন ওঝা ও  হাসি ফাউন্ডেশন

সম্প্রতি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা এ্যাওয়ার্ড-২০১৯ এ ভূষিত হলেন হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নয়ন ওঝা ও হাসি ফাউন্ডেশন। শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা সামাজিক সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী এ এ্যাওয়ার্ডটি প্রদান করে। হাসি ফাউন্ডেশন ২০১৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ১৫৬ পথশিশুর মাঝে মধ্যাহ্নের আহার প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু করে। প্রতি মাসেই তারা একদিন পথশিশুদের মাঝে একবেলা আহার প্রদান করে থাকে। শুধু পথ শিশুদের নিয়েই থেমে থাকেনি সংগঠনটি, বিভিন্ন সময় অসহায় পথবৃদ্ধ মানুষের পাশে খাবার, শীতের গরম কাপড়, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে থাকে। তাদের লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষেদের নিয়ে কাজ করা এবং তাদের জীবনমান উন্নয়ন করা। হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বাবু নয়ন ওঝা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সহযোগিতা পেলে সেরা উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে হাসি জরুরী ফাস্টএইড বক্স প্রদান করবে, এতে শিশুদের স্বাস্থ্য শিক্ষার উন্নতি ঘটবে এবং স্বাস্থ্যগত ও যেকোন প্রকার জরুরী সমস্যার সমাধান করা যাবে। যোগাযোগ : মোবাইল-০১৭১৪৮২৩৭৬৬, হাসি ফাউন্ডেশনে অস্থায়ী কার্যালয় ৫৭/বি সোনালীবাগ, মগবাজার, ঢাকা-১২১৭।-বিজ্ঞপ্তি।
×