ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত সচিবের বিচার দাবিতে প্রতিবাদ সভা

প্রকাশিত: ০৮:৩৭, ২৫ জুলাই ২০১৯

 অতিরিক্ত সচিবের বিচার দাবিতে  প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৪ জুলাই ॥ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের বিচার দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, অধ্যাপক ড. এ.বি.এম মাসুদ মাহমুদের ওপর শারীরিক নিগ্রহের তীব্র প্রতিবাদ ও বাজার থেকে সংগৃহীত পাস্তুরিত দুধে এ্যান্টিবায়োটিক হরমোন ও অন্য ক্ষতিকারক উপাদান আবিষ্কার করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক আ ব ম ফারুককে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন কর্তৃক অশালীন ভাষায় আক্রমণ করায় অতিরিক্ত সচিবের বিচার দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষক সমিতির উদ্যোগে বুধবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় তার বিচার দাবিতে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, কোষাধ্যক্ষ লায়লা ফেরদৌস হিমেল, কার্যনির্বাহী সদস্য মোঃ রিফাত উর রহমান প্রমুখ।
×