ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাক্তাই খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত

প্রকাশিত: ০৮:৩৪, ২৫ জুলাই ২০১৯

 চাক্তাই খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর চাক্তাই খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বুধবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলেছে। সকালে মাস্টারপোল এলাকার অংশে এ উচ্ছেদ অভিযান চলে। জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সেনা সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চলে। এ খালের ওপরে ৩শ’ অবৈধ স্থাপনা রয়েছে। এর আগে রাজাখালি খাল-২ ও নোয়াখালে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। চউক সূত্র জানায়, চাক্তাই খালে এ অভিযানে তিন কিলোমিটার জায়গা উদ্ধার লক্ষ্য রয়েছে। পর্যায়ক্রমে নগরে তেরো খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দু’মাস চলবে এ অভিযান। প্রসঙ্গত, ২০১৮ সালের ৯ এপ্রিল মহানগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর সঙ্গে চউকের সমঝোতা চুক্তি হয়। এরপর বিভিন্ন কালের উভয় পাশে রিটেইনিং ওয়াল ও রাস্তা নির্মাণ এবং নিচু ব্রিজ ভেঙ্গে উঁচু করার কাজ শুরু করে। পাশাপাশি বিভিন্ন খাল থেকে আবর্জনা পরিষ্কার কার্যক্রমও চলছে।
×