ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় ডিবি পুলিশের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৮:৩২, ২৫ জুলাই ২০১৯

 পাবনায় ডিবি পুলিশের  বিরুদ্ধে টাকা হাতিয়ে  নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ জুলাই ॥ ভাঙ্গুড়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে গ্রেফতারের ভয় দেখিয়ে ছয় ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে পাবনা ডিবি পুলিশের একটি দল উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ায় ছয় ব্যবসায়ীর কাছ থেকে এ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা মঙ্গলবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানাকে ঘটনা তদন্তের নির্দেশে দিয়েছেন। জানা যায়, ঘি ব্যবসায়ী পরিতোষ ঘোষ, বলাই ঘোষ, বিপ্লব ঘোষ, সমর ঘোষ, দেবযানী ঘোষ ও জগদীশ ঘোষ চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ায় পাশাপাশি বাস করেন। সোমবার রাতে দুটি মাইক্রোবাসযোগে ২০/২৫ জনের ডিবি পুলিশের একটি দল ঘোষপাড়ায় ঢোকে। এ সময় এই দলের সদস্যরা পাঁচ/ছয় ভাগে বিভক্ত হয়ে ঘি কেনার কথা বলে ঘরে ঢুকেই তারা প্রত্যেকের হাতে হাতকড়া লাগায়। এ সময় অস্ত্র দেখিয়ে তাদের তুলে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে ডিবি পুলিশ প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে দাবি করে। এতে বাধ্য হয়ে পরিতোষ ঘোষ ৫০ হাজার, বলাই ঘোষ ৬০ হাজার, বিপ্লব ঘোষ ৯০ হাজার, সমর ঘোষ ২ লাখ ১৫ হাজার, দেবযানী ঘোষ ২০ হাজার, জগদীশ ঘোষ ৫০ হাজার টাকা দিয়ে মুক্তি পান। ডিবি পুলিশ চলে গেলে রাতেই ব্যবসায়ীরা বিষয়টি ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনকে জানান। এর পর মঙ্গলবার বিকেলে এ ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশের উর্ধতন কর্মকর্তার কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করে। এদিকে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে পাবনা ডিবি পুলিশের ওসি দেলোয়ার হোসেন সংবাদকর্মীদের জানান, অভিযোগকারী প্রত্যেকেই বাটার অয়েল দিয়ে ঘি তৈরি করে তাই ডিবি পুলিশের একটি দল ভাঙ্গুড়ায় গিয়ে ঘিয়ের নমুনা সংগ্রহ করেছে। এতে ক্ষিপ্ত হয়ে তারা এই মিথ্যা অভিযোগ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, অভিযোগ পেয়ে থানার ওসিকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে ।
×