ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেসিসির ৮৬৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৮:২৯, ২৫ জুলাই ২০১৯

 কেসিসির ৮৬৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য ৮৬৫ কোটি ৫৪ লাখ তিন হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। প্রধান অতিথি হিসেবে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। বিগত অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৬৩৭ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ২৯৮ কোটি ৮৩ লাখ ১৪ হাজার টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৪৬.৯০ শতাংশ। এবারের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৮২ লাখ ২৬ হাজার টাকা এবং সরকারী বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকা। এর মধ্যে বর্তমানে কেসিসির হাতে রয়েছে ৮৬ কোটি ৫১ লাখ পাঁচ হাজার টাকা। এবারের বাজেটের মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরে কেসিসি মেয়র বলেন, এ বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে কর্পোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পান নেয়া হয়েছে। ব্যয়ের খাত হিসেবে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, শহর বাঁধ নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, মশকনিধন, স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি আছে জানিয়ে কেসিসি মেয়র বলেন, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে পরিত্রাণ দেয়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি ও শেখ সালাউদ্দিন এমপি খুলনার উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করছেন। তিনি বলেন, অর্থ সংস্থানের জন্য একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে খুলনা সিটি কর্পোরেশন কেবল সরকারী বা বিদেশী সাহায্য ও ঋণের ওপর নির্ভরশীল থাকতে পারে না। নিজস্ব আয়ের ওপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়ানো আজ সময়ের দাবি। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম। এ সময় কেসিসির কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, কেসিসির উর্ধতন কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×