ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে ধর্ষক বাবার যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:২৭, ২৫ জুলাই ২০১৯

 গাজীপুরে ধর্ষক বাবার  যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ টঙ্গীতে নাবালিকা মেয়েকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় ধর্ষক বাবাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। রায়ে একই সঙ্গে মামলার আসামিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। দ-প্রাপ্তের নাম মোঃ আইনাল মিয়া (৩৯)। সে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কোদালপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। বুধবার সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় প্রদান করেন। উল্লখ্য, গাজীপুরে টঙ্গীর এরশাদ নগর তালতলায় স্ত্রী ও তিন কন্যাসন্তানকে নিয়ে বসবাস করে আইনাল মিয়া। তার স্ত্রী বানু বেগম মারা যাওয়ার পর আইনাল দ্বিতীয় বিয়ে করে। বনিবনা না হওয়ায় দ্বিতীয় স্ত্রীও আইনালকে ছেড়ে চলে যায়। এরই মধ্যে গত ২০১৫ সালের ১৫ এপ্রিল মধ্যরাতে আইনাল তার বড় মেয়েকে (১২) প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। দিনের পর দিন ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা হওয়ার সাড়ে ৫মাস পর তার শারীরিক গঠন বৃদ্ধি পাওয়ায় এলাকার লোকজনের চোখে পড়ে। একপর্যায়ে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে ভিকটিম স্থানীয় কাউন্সিলরের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এর প্রেক্ষিতে প্রতিবেশী রেখা বেগম বাদী হয়ে ধর্ষক বাবা আইনাল মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২০১৫ সালের ৩১ আগস্ট টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ধর্ষক বাবা আইনাল মিয়াকে গ্রেফতার করা হয়।
×