ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশু মোটা তাজা করণের ওষুধে সয়লাব চাঁপাই

প্রকাশিত: ০৮:২৭, ২৫ জুলাই ২০১৯

 পশু মোটা তাজা করণের ওষুধে সয়লাব চাঁপাই

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ঈদকে সামনে রেখে পশু হৃষ্টপুষ্টকরণ ও তাজাকরণে পুরো সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে গরু খামারিরা মাঠে নেমে পড়েছে। তারা পশুকে খাওয়াচ্ছে এই সব ওষুধ। পশু হৃষ্টপুষ্টকরণে সাধারণ: ক্ষতিকর রাসায়নিক স্টেরয়েড ও হরমোন জাতীয় ট্যাবলেট ও ওষুধ খাওনো হয়। কিন্তু কোরবানির ঈদকে সামনে রেখে পশু হৃষ্টপুষ্টকরণে (তাজা) স্টেরয়েড ও হরমোন ইত্যদি ব্যবহারে অপচেষ্টা চালিয়ে থাকে। এবারও তারা মাঠে নেমে সীমান্তের ওপার থেকে এইসব ওষুধ ও ট্যাবলেট নিয়ে আসছে। বিশেষ করে সীমান্ত এলাকায় এই মুহূর্তে স্টেরয়েড ও নানান ধরনের হরমোনে ভর্তি হয়ে উঠেছে। মওজুত করছে বিভিন্ন বাসাবাড়ী ও ফার্মেসিতে। তারা বিভিন্ন প্রক্রিয়াতে এইসব ওষুধ দেশের অভ্যন্তর ভাগে পাঠাচ্ছে। কয়েক হাজার কোটি টাকা ব্যবহার করছে এইসব অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ ওষুধ আনতে। যদিও ইতোমধ্যেই প্রাণিসম্পদ অধিদফতর ও মন্ত্রণালয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সতর্ক করেছেন জনসাধারণকে এইসব স্টেরয়েড ও হরমোন ব্যবহার না করার। কিন্তু তারা বিজ্ঞাপনে বলার চেষ্টা করেছেন ক্ষতিকারক উপাদান ব্যবহারের মাধ্যমে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক কঠোর আইন প্রয়োগ করা হবে। কিন্তু সরকারী এই আদেশকে উপেক্ষা করে পশু মোটাতাজাকরণে সীমান্তের একশ্রেণীর অসাধু ব্যবসায়ী একেবারে কোমর বেঁধে এইসব নিষিদ্ধ স্টেরয়েড ও হরমোন জাতীয় ট্যাবলেট নিয়ে ব্যাপকভাবে আমদানি করে পশুকে খাওয়াচ্ছে।
×