ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কলকাতার পাঠকের কাছে পৌঁছল অন্যপ্রকাশের বই

প্রকাশিত: ১১:১৫, ২৪ জুলাই ২০১৯

কলকাতার পাঠকের কাছে পৌঁছল অন্যপ্রকাশের বই

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নানা নিদর্শনের আত্মপ্রকাশ ঘটেছে নানা সময়েÑ রাষ্ট্রীয়, ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে। বইয়ের বন্ধুত্বে কোন ভৌগোলিক সীমারেখা থাকে না। আর তা যদি হয় একই ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে তবে তো কথাই নেই। বই বন্ধুত্বের তেমনই একটি নিদর্শন হলো, ভারত ও বাংলাদেশ যৌথ প্রকাশনা উদ্যোগ ‘বইসাঁকো’। এবার শুরু হলো এ বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করা ‘বইসাঁকো’-র নতুন প্রয়াস। নতুন এ প্রয়াসের ফলে বাংলা ভাষাভাষী ভারতীয় পাঠকেরা এখন কলকাতায় পাবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশ’-এর বই। কলকাতার শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান ‘পত্রভারতী’-র বইবিপণীতে এখন থেকে পাওয়া যাবে ‘অন্যপ্রকাশ’-এর নির্বাচিত বইয়ের সম্ভার। প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ‘পত্রভারতী’ বইবিপণীতে (৩/১ কলেজ রো, কলকাতা ৭০০ ০০৯) যাত্রা শুরু হয় অন্যপ্রকাশ কর্নারের। উদ্বোধন করেন কলকাতা¯' বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপ¯ি'ত ছিলেন প্রথিতযশা কথাশিল্পী প্রচেত গুপ্ত। অতিথিরা এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান বলেন, এই উদ্যোগের ফলে দু’দেশের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে মৈত্রীর বন্ধন আরও দ"ঢ় হবে। কথাসাহিত্যিক প্রচেত গুপ্ত বলেন, এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গের লেখক-পাঠকেরা বহুদিন ধরে এরকম একটি উদ্যোগের অপেক্ষায় ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন পত্রভারতীর ব্যব¯'াপনা পরিচালক ত্রিদিব চট্টোপাধ্যায় ও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। উল্লেখ্য, আগামীদিনে পত্রভারতীর বর্ধমান শাখা, অক্সফোর্ড বুক স্টোর প্রভৃতি ¯'ানেও পাওয়া যাবে অন্যপ্রকাশের বই।
×