ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণপিটুনির নামে দেশজুড়ে মানুষ হত্যা চলছে॥ দুদু

প্রকাশিত: ১১:০৫, ২৪ জুলাই ২০১৯

গণপিটুনির নামে দেশজুড়ে মানুষ হত্যা চলছে॥  দুদু

স্টাফ রিপোর্টার ॥ গণপিটুনির নামে দেশজুড়ে মানুষ হত্যা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। তিনি বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে দেশে এ ধরনের ঘৃণ্য অপরাধের ঘটনা বেড়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে দুদু বলেন, খালেদা জিয়া ও দেশের গণতন্ত্রকে যদি মুক্ত করতে হয় আন্দোলন ছাড়া কোন পথ নেই। বিচারহীনতার যে সংস্কৃতি দেশে চলছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে একচোখা নীতি তাতে করে আইনী পথে খালেদা জিয়া মুক্তি পাবেন তা সিনিয়র আইনজীবীরাও তা মনে করেন না। তাই আন্দোলন করেই তাকে মুক্ত করতে হবে। আন্দোলন ও প্রতিবাদ মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি প্রতিবাদ ও আন্দোলন ছাড়া এই দেশে বেঁচে থাকা অসম্ভব। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলি, রাজপথে নামি। আইনমন্ত্রী আনিসুল হকের সমালোচনা করে দুদু বলেন, পিটিয়ে মানুষ হত্যা ও ধর্ষণের ঘটনাবলী আইনমন্ত্রী বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছেন। তিনি বলেছেন, এর সঙ্গে নাকি বিএনপি জড়িত। এছাড়া দেশে সংখ্যালঘু নিপীড়ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা দেশদ্রোহিতামূলক নালিশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার পরও আইনমন্ত্রী বলেছেন, এটা দেশদ্রোহী বক্তব্য নয়, ছোট্ট একটা ঘটনা। তিনি কি করে এ ধরনের কথা বলতে পারেন? এরপরও কি আমরা আইনমন্ত্রীকে যোগ্য বলতে পারি?
×