ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অধ্যাপক ফারুকের সঙ্গে রূঢ় আচরণে ঢাবি শিক্ষক সমিতির নিন্দা

প্রকাশিত: ১১:০৩, ২৪ জুলাই ২০১৯

অধ্যাপক ফারুকের সঙ্গে রূঢ় আচরণে ঢাবি শিক্ষক সমিতির নিন্দা

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ বাজারে প্রচলিত পাস্তুরিত ও খোলা দুধ নিয়ে গবেষণাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের সদ্য সাবেক পরিচালক অধ্যাপক আ ব ম ফারুকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে নিন্দা জানিয়েছে শিক্ষক সমিতি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আ ব ম ফারুকের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব যে রূঢ় ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করেছেন তা অনাকাক্সিক্ষত ও শিষ্টাচার বহির্ভূত। মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলামের স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
×