ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৃথিবীর চারদিকে ঘুরবে না চাঁদ

প্রকাশিত: ১১:০১, ২৪ জুলাই ২০১৯

পৃথিবীর চারদিকে ঘুরবে না চাঁদ

ছোট থেকে সবাই জেনে এসেছি, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। যা কিনা সাড়ে ২৯দিনে একবার পৃথিবীকে ঘুরে আসে। সময় যত এগিয়েছে চাঁদকে নিয়ে কৌতূহল যেন আরও বেড়ে গেছে। এই চাঁদই একদিন পৃথিবী থেকে অনেকটা দূরে সরে যাবে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ভবিষ্যতে এমনটা হবেই। তখন আর পৃথিবীর আকর্ষণে এই গ্রহের চারদিকে ঘুরবে না তার একমাত্র উপগ্রহটি। বরং সে তৈরি করে নেবে নিজস্ব কক্ষপথ, যা হবে সূর্যকে কেন্দ্র করে। তখন আর পৃথিবীর উপগ্রহ নয়, প্লানেট বা গ্রহ হিসেবে পরিচিত হবে চাঁদ। কিন্তু কী এই প্লনেট? আসলে বহুদিন ধরেই মহাকাশ বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। অনেক সময় তারা দেখেছেন, গ্রহটি যে নক্ষত্রের চারপাশে ঘুরছে, তার চারদিকেই নতুন কক্ষপথে ঘুরতে শুরু করেছে। প্রায় ৪৮ শতাংশ ক্ষেত্রেই এটা দেখা গেছে। আর সেক্ষেত্রে ওই নতুন উপগ্রহগুলোর নাম রাখা হয় প্লানেট। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতি বছর ৪ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। এই গতিতে হয়ত ৫ বিলিয়ন বছর পর সেটি আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। -আনন্দবাজার
×