ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ঈদের আগেই মেরামতের নির্দেশ

প্রকাশিত: ১০:৫৯, ২৪ জুলাই ২০১৯

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ঈদের আগেই মেরামতের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-আজহার এক সপ্তাহ আগে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কসমূহের চলমান জরুরী মেরামতকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরী সভায় মন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। সারাদেশে চলমান বন্যায় প্রায় ৩০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও দু’একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়া বাদ বাকি রাস্তা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। আঞ্চলিক ও ফিডার রোড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতে ভেসে গেছে বিভিন্ন এলাকার কালাভার্ডসহ ছোটে ছোটে সেতু। ভেঙ্গে পড়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। তবে সার্বিক ক্ষয়ক্ষতির হিসাব এখনও মেলাতে পারেনি সড়ক বিভাগ। এদিকে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দশদিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের আগে তিনদিন ও পরের তিনদিন ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে। এছাড়া ঈদের আগের সাতদিন এবং পরের তিনদিন মোট ১০ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
×