ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩০ জুলাই শুনানি

মিন্নির জামিন আবেদন গ্রহণ

প্রকাশিত: ১০:৫৬, ২৪ জুলাই ২০১৯

মিন্নির জামিন আবেদন গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৩ জুলাই ॥ চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নির জামিনের আবেদন গ্রহণ করেছেন আদালত। আগামী ৩০ জুলাই জামিন শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে। আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী এ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম ও এ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ মোঃ আছাদুজ্জামানের আদালতে আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে জামিনের আবেদন করেন। বেলা সাড়ে বারোটা থেকে বেলা ১টা পর্যন্ত জামিনের শুনানি হয়েছে। আবেদনটি মিসকেস হিসেবে নথিভুক্ত করে নি¤œ আদালতে নথি তলব করেছেন। আগামী ৩০ জুলাই পরবর্তী শুনানি হবে বলে নিশ্চিত করেছেন, মিন্নির পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। তিনি আরও জানিয়েছেন, রিফাত শরীফ হত্যা মামলায় ১৫ জন স্বীকারোক্তি দিলেও মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নি তার জবানবন্দী প্রত্যাহার করতে চাচ্ছেন। এ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম দাবি করেন, আয়শা সিদ্দিকা মিন্নিকে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হয়েছে। তিনি জামিন আবেদনের পাশাপাশি পুনরায় মিন্নিকে দিয়ে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রত্যাহারের আবেদন করবেন। এছাড়াও রিফাত হত্যা মামলায় সন্দেহজনকভাবে গ্রেফতার হওয়া আসামি কামরুল হাসান সাইমুনের জামিনের আবেদন করা হয়। বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইমুনের নিযুক্ত আইনজীবি গোলাম মোস্তফা কাদের এ আবেদন করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইয়াসিন আরাফাত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, পিপিএম জানিয়েছেন সোমবার সন্ধ্যা পর্যন্ত রিফাত শরীফ হত্যা মামলার ১৫ আসামি গ্রেফতার হয়েছে। তারা সবাই হত্যার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
×