ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৯ জুলাই থেকে ঈদ-উল-আজহা উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রি শুরু

প্রকাশিত: ১০:৫৪, ২৪ জুলাই ২০১৯

২৯ জুলাই থেকে ঈদ-উল-আজহা উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৯ জুলাই থেকে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে ও তা চলবে ২ আগস্ট পর্যন্ত। একইসঙ্গে ঢাকার পাঁচটি স্থান থেকে এ টিকেট বিক্রি করা হবে। অপরদিকে ৫ আগস্ট থেকে ফিরতি টিকেট বিক্রি শুরু করা হবে ও ৯ আগস্ট পর্যন্ত ফিরতি টিকেট পাওয়া যাবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার রাজধানীর রেলভবনে ঈদ-উল-আজহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে রেল সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মোঃ শামসুজ্জামান ও অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সম্মেলনে বলা হয়, ২৯ জুলাই ৭ আগস্টের টিকেট বিক্রি হবে, ৩০ জুলাই বিক্রি হবে ৮ আগস্টের, ৩১ জুলাই বিক্রি হবে ৯ আগস্টের, ১ আগস্ট বিক্রি হবে ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের টিকেট বিক্রি করা হবে। মন্ত্রী বলেন, যাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি স্থান থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, ঈদ উদ্যাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকেট কমলাপুর স্টেশন (ঢাকা স্টেশন), বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে বিক্রি হবে। প্রতিটি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একনাগাড়ে টিকেট বিক্রি চলবে। তবে মোবাইল এ্যাপের মাধ্যমে টিকেট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে। মন্ত্রী বলেন, ‘ঈদ শেষে ফিরতি টিকেটের ক্ষেত্রে ৫ আগস্ট টিকেট সংগ্রহ করবেন ১৪ আগস্টের, ৬ আগস্ট টিকেট সংগ্রহ করবেন ১৫ আগস্টের, ৭ আগস্ট টিকেট সংগ্রহ করবেন ১৬ আগস্টের, ৮ আগস্ট টিকেট সংগ্রহ করবেন ১৭ আগস্টের এবং ৯ আগস্ট টিকেট সংগ্রহ করবেন ১৮ আগস্টের। এছাড়া বরাবরের মতো এবারও একজন যাত্রী চারটির বেশি টিকেট সংগ্রহ করতে পারবেন না জানিয়ে রেলমন্ত্রী বলেন, ঈদের অগ্রিম বিক্রীত টিকেট ফেরত নেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকেট সংগ্রহ করতে হবে।
×