ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সপ্তম শ্রেণির পড়াশোনা- বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ১১:৫৬, ২৩ জুলাই ২০১৯

 সপ্তম শ্রেণির পড়াশোনা- বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-৯ নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নাম্বার প্রশ্নের উত্তর দাও : যুবক বয়সে ইকবাল সাহেবের ক্ষমতা, প্রভাব, অর্থ সবই ছিল। এখন অসুস্থ, সহায়-সম্বল, প্রভাব-প্রতিপত্তি সব হারিয়ে তিনি নিঃসঙ্গ এক অজানা পথের পথিক। ১৮. বর্তমানে একান্নবর্তী পরিবার ভেঙে ছোট পরিবার সৃষ্টি হচ্ছে। এর ফলেথ i. পরিবারে বাবা-মা বা শ্বশুর-শাশুড়ির স্থান থাকছে না ii. পরিবারের প্রবীণরা কোণঠাসা হয়ে পড়ছেন iii. প্রবীণদের সেবাযত্নের লোকের অভাব ঘটছে নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii সঠিক উত্তর : ঘ. i, ii ও iii ১৯. কারা আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারেন? ক. প্রবীণরা খ. নবীনরা গ. যুবকরা ঘ. শিশুরা সঠিক উত্তর : ক. প্রবীণরা ২০. কারা নানা রকম অবহেলা ও উপেক্ষার শিকার হন? ক. যুবকরা খ. শিশুরা গ. প্রবীণরা ঘ. মধ্য বয়সীরা সঠিক উত্তর : গ. প্রবীণরা ২১. প্রবীণের কোন দিকটি সমাজের জন্য প্রয়োজনীয়? ক. জ্ঞান ও অভিজ্ঞতা খ. বয়স গ. উপার্জন ঘ. ভোট সঠিক উত্তর : ক. জ্ঞান ও অভিজ্ঞতা ২২. প্রবীণ বয়সের স্মৃতিভ্রমতা কোন সমস্যা? ক. সামাজিক খ. মনস্তাত্ত্বিক গ. পারিবারিক ঘ. অর্থনৈতিক সঠিক উত্তর : খ. মনস্তত্ত্বিক ২৩. কোনটি প্রবীণদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি করে? ক. অন্যের ওপর নির্ভরশীলতা খ. শারীরিক দুর্বলতা গ. পরিবেশগত বিপর্যয় ঘ. চিকিৎসার অপর্যাপ্ততা সঠিক উত্তর : ক. অন্যের ওপর নির্ভরশীলতা ২৪. হীনমন্যতা প্রবীণদের কোন ধরনের সমস্যা বলে তুমি মনে কর? ক. সাংস্কৃতিক খ. পারিবারিক গ. সামাজিক ঘ. মনস্তাত্ত্বিক সঠিক উত্তর : ঘ. মনস্তাত্ত্বিক ২৫. প্রবীণ ব্যক্তিদের সমস্যাথ i. অর্থনৈতিক ii. সামাজিক-সাংস্কৃতিক iii. মনস্তাত্ত্বিক নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii সঠিক উত্তর : গ.ii ও iii
×