ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি কর্পোরেশন

৬ হাজার ১৩৮ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৯:১৬, ২৩ জুলাই ২০১৯

  ৬ হাজার ১৩৮ কোটি  ৬৫ লাখ টাকার  বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার গাজীপুর ॥ সিটি কর্পোরেশনের ২০১৯-২০২০ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ ৬ হাজার ১৩৮ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৮০২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার টাকা (সংশোধিত)। বাজেটে ২০১৯-২০২০ অর্থবছরের জন্য উদ্বৃত্ত রাখা হয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ৮৩লাখ ৪০ হাজার টাকা। সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা দেন। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক (এমপি) ও বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি), সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামসুন্নাহার ভূঁইয়া, জেলা জজ ড. মোঃ আবুল কাশেম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম উপস্থিত ছিলেন। নতুন এ বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪৭৬২ কোটি ৮২ লাখ ২৪ হাজার টাকা। এ বাজেটে উদ্বৃত্ত থাকবে ১হাজার ৩৭৫ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্পে সর্বোচ্চ এবং শিক্ষা ও সংস্কৃৃতি সংক্রান্ত খাতে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে। বাজেটে রাজস্ব সাধারণ তহবিল থেকে পানি সরবরাহ, সরকারী উন্নয়ন ও বৈদেশিক সহায়তাপুষ্টসহ অন্যান্য প্রকল্প থেকে আয় দেখানো হয়েছে। বাজেটে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪২৪ কোটি ৮০লাখ টাকা, পানি সরবরাহ খাতে ১৮ কোটি ৪৮লাখ টাকা, উন্নয়ন (সরকারী থোক বরাদ্দ) খাতে ১০৪ কোটি ৬৯লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপি প্রকল্পের খাতে ৪হাজার ৩৪২ কোটি ৩০ লাখ টাকা আয় প্রস্তাব করা হয়েছে। এছাড়া ওই বাজেটে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ১৬৩ কোটি এক লাখ টাকা, পানি সরবরাহ খাতে ১৮ কোটি ২৫লাখ টাকা, সরকারী অনুদান খাতে ১০৪ কোটি ৩৫ লাখ টাকা, উন্নয়ন (নিজস্ব রাজস্ব তহবিল) খাতে ২৬১ কোটি ৭৮লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের খাতে ৪ হাজার ২১৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। কাঞ্চন পৌরসভা নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচন আগামী ২৫ জুলাই। ৫ ইউনিয়ন ও ২ পৌরসভা নিয়ে রূপগঞ্জ উপজেলার অবস্থান। কাঞ্চন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা প্রচার চালাচ্ছে বেশ জোরেশোরে। এবারের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতীদ্বন্দ্বিতা করছেন ৪ জন। দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক পেয়েছেন রফিকুল ইসলাম রফিক, বর্তমান মেয়র আবুল বাশার বাদশা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন নারিকেল গাছ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র মজিবুর রহমান ভুইয়া পেয়েছেন জগ প্রতীক ও এ্যাড আমিরুল ইসলাম ইমন মোবাইল ফোন প্রতীক পেয়েছেন। জানা যায়, প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছে। তারা উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন তারা। নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পর থেকে রফিকুল ইসলাম রফিক নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি প্রতিদিনই পৌরসভার বিভিন্নস্থানে উঠান বৈঠক, গণসংযোগ করে চলেছেন। অপরদিকে, পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আবুল বাশার বাদশা নারিকেল গাছ প্রতীক। বর্তমান মেয়র হিসেবে উন্নয়ন কর্মকা- ও সাধারণ মানুষের সেবা করায় তিনিও ভোটারদের মন কেড়েছেন। প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সাবেক মেয়র মজিবুর রহমান ভুইয়া জগ প্রতীকে ও এ্যাড. আমিরুল ইসলাম মোবাইল ফোন প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার মাহবুবুল হুদা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র নায়ার কবির এই বাজেট ঘোষণা করেন। ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৪৮ কোটি ৪৯ লাখ ১১ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় ৪৫ কোটি ৯৭ লাখ টাকা ও সমাপনী স্থিতি ১ কোটি ৩৪ লাখ টাকা। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে পৌরকর, রেট, লাইসেন্স ফি, হাটবাজার, পুকুর ও টার্মিনাল ইজারা, পৌর সম্পত্তির ভাড়া, বাণিজ্যিক মার্কেটের সেলামি, পৌর পানি সরবরাহ ইত্যাদি খাতে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে, জলবায়ু পরিবর্তন, হাট বাজার উন্নয়ন, ট্রাক টার্মিনাল নির্মাণ, শিশু পার্ক নির্মাণ, পৌর মিলনায়তন ও এবং গরুর বাজার সম্প্রসারণ খাতে, বাণিজিক মার্কেটের নিমার্ণ, সৌন্দর্যবর্ধন কাজে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব শামসুউদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
×