ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ০৯:১৫, ২৩ জুলাই ২০১৯

 বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ। বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, অধ্যাপক হোসাইন ছায়েদীন, শেখ তারিকুল ইসলাম, উৎপল দাস, পলি দাশ প্রমুখ। প্রতিযোগিতায় নাহিদা আক্তার, ফারজানা খাতুন, হীরা খাতুন প্রতিভা রায়, সাওদা হালিমা ও মারিয়া খাতুন অংশ নেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উপহার দেয়া হয়।
×