ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বিদ্যালয়ের ২১ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

প্রকাশিত: ০৯:১১, ২৩ জুলাই ২০১৯

 কুমিল্লায় বিদ্যালয়ের  ২১ ছাত্রী অসুস্থ  হয়ে হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ জুলাই ॥ কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ২১ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার বিকেলে ওই বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী জানান, বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ ঘণ্টার ক্লাস চলাকালীন সময়ে প্রথমে অষ্টম শ্রেণীর তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ সময় অন্য ছাত্রীরা এগিয়ে এসে তাদের মাথায় পানি দেয়ার সময় আরও বারো ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনা জেনে অসুস্থ ছাত্রীদের দেখতে আসার পর ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর আরও ছয় ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এতে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। তাৎক্ষণিকভাবে তাদের মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করা হয়, পরে তাদেরকে ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের চিকিৎসা চলছে।
×