ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জামালপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৯:১০, ২৩ জুলাই ২০১৯

 জামালপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২২ জুলাই ॥ বকশীগঞ্জ উপজেলায় সোমবার ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিপন (২৮) নামের ১৪ মামলা আসামি এক মাদক বিক্রেতা ও সন্ত্রাসী নিহত এবং দুজন এসআইসহ চারজন পুলিশ গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত শিপন শেরপুর জেলা সদরের মুন্সিরচর এলাকার জামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় সোমবার দুপুরে জামালপুরে পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, রবিবার ভোররাতে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আইড়মারী এলাকায় দশানি নদীতে নৌ ডাকাতির সময় বকশীগঞ্জ থানা পুলিশ ১৪ মামলা আসামি শিপনকে গ্রেফতার করে। রবিবার দিনভর জিজ্ঞাসাবাদ শেষে শিপনের দেয়া তথ্যের ভিত্তিতে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য বকশীগঞ্জ থানার একদল পুলিশ শিপনকে নিয়ে সোমবার ভোরে অভিযানে বের হয়। অভিযানের একপর্যায়ে উপজেলার কামালপুর ইউনিয়নের ডুমুরতলা এলাকায় পৌঁছলে শিপনের সহযোগী মাদক বিক্রেতা ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।
×