ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন বরিশালের পিকলু

প্রকাশিত: ০৯:০৯, ২৩ জুলাই ২০১৯

 বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন  বরিশালের  পিকলু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৮’ বিতরণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার বিতরণ করেন। জলবায়ুর প্রভাব মোকাবেলায় গ্রামীণ সড়কের দুপাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিত্যক্ত জমিতে নিজস্ব অর্থায়নে বিভিন্ন জাতের ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করায় ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পেয়েছেন গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদফতরের আয়োজনে রবিবার বিকেলে ঢাকার আগারগাঁওস্থ বন ভবনের হৈমন্তি মিলনায়তনে প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এমপি) সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী।
×