ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বশেমুরকৃবিতে ওরিয়েন্টেশন

প্রকাশিত: ০৯:০৮, ২৩ জুলাই ২০১৯

 বশেমুরকৃবিতে ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অটাম ’১৯ টার্মে ভর্তিকৃত এমএস ও পিএইচডি ছাত্রছাত্রীর ওরিয়েন্টেশন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন মিয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. খোরশেদ আলম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। আরও বক্তব্য রাখেন প্রক্টর ড. আরিফুর রহমান খান, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট ড. ইমরুল কায়েস ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. ফারহানা হক। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষা পদ্ধতি ও কোর্স কারিকুলাম বিষয়ে বিস্তারিত বক্তৃতা করেন।
×