ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নড়াইলে তুলার কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত: ০৮:৫৯, ২২ জুলাই ২০১৯

নড়াইলে তুলার কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের লক্ষীপাশা তুলার কারখানা ও ছ-মিল আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও মিল দুটির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। জানা গেছে, সোমবার বিকালে লোহাগড়ার লক্ষীপাশা পৌর শহরের মিজানুর রহমানের তুলার কারখানায় সর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার পাশের জমির উদ্দিনের ছ-মিলে আগুন ছড়িয়ে পড়লে সমস্ত মিল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস অফিস দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসের সাথে এলাকার সাধারন লোকজন অংশ নেয়। প্রায় ২ ঘন্টা ব্যাপী আগুন নেভানোর কাজ চলে। ছ-মিলের মালিক জমির উদ্দিন জানান,তুলার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে আমার স্ব-মিলে থাকা ৬/৭ টি মটরসহ সমস্ত মালামাল আগুনে পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে তুলা কারখানার মালিক মিজানুর রহমান জানান,আমার তুলা কারখানায় সর্টসার্কিট থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে সমস্ত মালামাল ছাই হয়ে যায়। আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। এতে আমার ১০/১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের এষ্টেশন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, আমার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় ২ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়েছি।
×