ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উচ্চতর প্রশিক্ষণ নিতে ইরানে বাংলাদেশ জাতীয় ভলিবল দল

প্রকাশিত: ০৭:২৮, ২২ জুলাই ২০১৯

উচ্চতর প্রশিক্ষণ নিতে ইরানে বাংলাদেশ জাতীয় ভলিবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন সাউথ এশিয়ান গেমসের ত্রয়োদশ আসরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ভলিবল দল আশানুরূপ ফল অর্জনের লক্ষ্যে উচ্চতর প্রশিক্ষণ এবং প্রস্তুতি ম্যাচ খেলার উদ্দেশ্যে ইরানী প্রধান প্রশিক্ষকের তত্বাবধানে ইরানের উদ্দেশ্যে বিমানযোগে রওনা হয়ে তেহরান পৌঁছেছে। ইরানে দীর্ঘ একমাস প্রশিক্ষণ ও প্রস্তুতি ম্যাচ শেষে নেপালে অনুষ্ঠিতব্য ‘এশিয়ান সিনিয়ার মেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভবিল চ্যাম্পিয়নশিপ’-এ অংশগ্রহণের লক্ষ্যে অধিনায়ক হরষিতের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ভলিবল দল আগামী ১৭ আগস্ট নেপালে যাবে। তেহরানে যাওয়া বাংলাদেশ ভলিবল দলের খেলোাড়রা হলেন : রাশেদ খান মেনন, সজিবুর রহমান, নারায়ণ দেবনাথ, মাসুদ হোসেন, আবদুল মমিন, এসকে ইসমাইল হোসেন, আল আমিন, সোনা মিয়া, তানভীর হোসেন তন্ময়, রেদওয়ানুর রহমান, হরষিত বিশ্বাস (অধিনায়ক), মোহাম্মদ সুজন, সুজন আলী, রাশেদ বাবু, বনি আমিন মোল্লা, শাকিব হোসেন, সোহানুর রহমান এবং নাজমুল আলী। ম্যানেজার : সমীরণ ঘোষ। সহকারী কোচ : নজরুল ইসলাম এবং শফিকুর রহমান।
×