ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাথরঘাটা কোষ্টগার্ডের অভিযানে ১৪ লিটার মদ উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৮, ২২ জুলাই ২০১৯

পাথরঘাটা কোষ্টগার্ডের অভিযানে ১৪ লিটার মদ উদ্ধার

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা ॥ বরগুনার পাথরঘাটায় একটি কন্টিনসহ ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করেছে কোষ্টগার্ড। রবিবার রাত ১০ টার দিকে পৌরশহরের জিয়া মাঠ সংলগ্ন সৃজিত বনে কন্টিনসহ ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করে পাথরঘাটা থানায় হস্তান্ত করেন। বাংলা মদ পাওয়া গেলেও কোনো মদ্য পাচারকারীকে আটক করা যায়নি। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ হানিফ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কোস্টগার্ড মদ উদ্ধার করে থানায় দিয়েছে। পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোঃ আতিউর রহমান এস সি পি ও (এক্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছলে পরিত্যাক্ত অবস্থায় বনের মধ্যে একটি কন্টিনে পানি সাদৃশ দেখতে পেলে কোষ্টগার্ড সদস্যরা কন্টিনের সিপি খুললে বাংলা মদের ঘ্রান পান।উদ্ধারকৃত মদ কন্টিনসহ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোষ্টগার্ড জানিয়েছে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়েছে বলে জানান।
×