ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০০:২৯, ২২ জুলাই ২০১৯

হাতিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জলাবদ্বতাকে কেন্দ্র করে খালের উপর নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান সোমবার সকাল থেকে শুরু হয়। উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট নুর এ আলমের উপস্থিতে সকাল থেকে শুরু হয়ে এ অভিযান দুপুর পর্যন্ত চলে। জানা যায়, দীর্ঘদিন থেকে হাতিয়ার পৌরসভার মধ্যে একমাত্র খালটি দখল করে একটি গ্রুপ অবৈধ স্থাপনা নির্মান করে। কেউ কেউ বাড়ীর দরজার ব্রিজটি সংকোচিত ভাবে তৈরি করে কৃত্রিম ভাবে জলাবদ্বতা তৈরি করছে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস এর উপস্থিতিতে উপজেলা আইন শৃংখলা বৈঠকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্বান্ত হয়। উচ্ছেদের প্রথম দিনে উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট এর নেতৃত্বে একটি দল হাতিয়া পৌরসভার ৩নং ও ২নং ওয়াড়ের জাহাজমারা-নলচিরা প্রধান সড়কের পাশে অভিযান চালায়। এ সময় তারা কয়েকটি অবৈধ স্থাপনা ও চোট চোট বাড়ীর দরজার ব্রিজ ভেঙ্গে দেয়। এ ব্যপারে উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম জানান জলাবদ্বতা সৃষ্টিকারী যে কোন স্থাপনা ভেঙ্গে দেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
×