ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নবম ওয়েজবোর্ড ফাইল যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৫, ২২ জুলাই ২০১৯

 নবম ওয়েজবোর্ড  ফাইল যাচ্ছে  প্রধানমন্ত্রীর  কাছে ॥ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সংবাদকর্মীদের নবম ওয়েজবোর্ডের ফাইল আগামী চারদিনের মধ্যে যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। এরপর তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হবে। চট্টগ্রামে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাঙ্গুনিয়া জার্নালিস্ট এ্যালায়েন্স, চট্টগ্রামের নেতাদের সঙ্গে শনিবার রাতে মত বিনিময়কালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বস্তুনিষ্ঠতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, শীঘ্রই গণমাধ্যম কর্মীদের ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষিত হবে। আগামী বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েজবোর্ড সংক্রান্ত সভা শেষে এই ফাইল পৌঁছানো হবে প্রধানমন্ত্রীর কাছে। তার কাছে ফাইল যাওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হবে। খুব শীঘ্রই ঘোষিত হবে ওয়েজবোর্ড রোয়েদাদ। বক্তব্যে তিনি রাঙ্গুনিয়ার উন্নয়ন ও অগ্রগতিতে চট্টগ্রাম মহানগরীতে কর্মরত সাংবাদিকদের আরও বেশি ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জার্নালিস্ট এ্যালায়েন্স চট্টগ্রামের আহ্বায়ক আজাদ তালুকদার। সদস্য সচিব আলিউর রহমান, সদস্য রুমু বড়ুয়া, আশরাফ উল্লাহ রুবেল, কাশেম শাহ, সুরেশ দাশ, মোঃ মোস্তফা, রনি দত্ত প্রমুখ।
×