ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উদ্ভিদের বৃদ্ধিতে বাধা...

প্রকাশিত: ১০:২৩, ২২ জুলাই ২০১৯

 উদ্ভিদের বৃদ্ধিতে বাধা...

ব্রিটেনের এ্যাংগালিয়া রাস্কিন ইউনিভার্সির নেতৃত্বাধীন এক গবেষণায় দেখা গেছে, ফেলে দেয়া সিগারেটের বাঁট বা সিগারেটের শেষাংশ উদ্ভিদের বৃদ্ধিতে বাধার কারণ হতে পারে। মাটিতে সিগারেটের বাটের উপস্থিতির কারণে বীজের অঙ্কুর হওয়ার সম্ভাবনা কমেছে শতকরা ২৭ থেকে ২৮ ভাগ। ঘাসের ক্ষেত্রে অঙ্কুরোদগমের সম্ভাবনা হ্রাস পেয়েছে ১০ শতাংশ। ঘাসের দৈর্ঘ্যরে পরিমাণ হ্রাস পেয়েছে ১৩ শতাংশ। প্রতি বছর অন্তত পক্ষে চার লাখ ৫০ হাজার কোটি সিগারেটের বাঁট পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে। যা উদ্ভিদের জন্য সবচেয়ে বড় আকারের দূষণ সৃষ্টি করে। বেশিরভাগ সিগারেটের বাঁটে থাকে একটি সেলুলোজ এসিসেট ফাইবারের তৈরি ফিল্টার। যা এক ধরনের বায়োপ্লাস্টিক। অব্যবহৃত সিগারেটের ফিল্টারও একইভাবে পরিত্যক্ত ফিল্টারের মতোই উদ্ভিদের বৃদ্ধির ওপর প্রভাব ফেলে। তামাকের বিষক্রিয়া হোক বা না হোক ফিল্টারটিই উদ্ভিদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইকোটক্সিকোলজি এ্যান্ড এনভায়রনমেন্টাল সেফটি জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে, গবেষকরা ক্যামব্রিজ শহরের আশপাশে নমুনা সংগ্রহ করে দেখেছেন সেখানে প্রতি বর্গমিটারে অন্তত ১২৮ সিগারেটের বাঁট পাওয়া গেছে। প্রধান গবেষক ড্যানিয়েল গ্রিন বলেন, যে সমাজে সিগারেটের অবশিষ্টাংশ যত্রতত্র ছুড়ে ফেলার সংস্কৃতি রয়েছে সেসব স্থানে পরিবেশের গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে। -বিবিসি
×