ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতি ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২

প্রকাশিত: ১০:২২, ২২ জুলাই ২০১৯

প্রতি ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত  ১২

স্টাফ রিপোর্টার ॥ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রবিবারও ভর্তি হয়েছে নতুন ২৮৫ ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় গড়ে আক্রান্ত হয়েছে ১২ জন। শনিবার এ সংখ্যা ছিল ১০ জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং সিটি কর্পোরেশনগুলোর কর্তা ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শে দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না রাজধানীবাসী। ইতোমধ্যে শনিবার বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ সামনে মাসেও থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, বিগত বছরগুলোর পরিসংখ্যানে প্রতিবছর আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বেশি ডেঙ্গু রোগী দেখা যায়। অর্থাৎ এ বছরও ওই তিন মাসেও বিগত বছরগুলোর মতো ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা দিলে ডেঙ্গুর ভয়াবহতা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। চলতি বছর ইতোমধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। উদ্বিগ্ন হয়ে পড়েছে নগরবাসী। ডেঙ্গুর জীবাণু বাহক এডিস মশা নিধনকারী কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়েও মশক নিধনে সতর্ক ও সচেতন থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সতর্কবার্তা দিয়ে তারা বলছেন, দেশে ডেঙ্গুতে আক্রান্তের বিষয়টি নতুন কোন ঘটনা না। কিন্তু পরিবর্তন এসেছে জ্বর নিয়ে চিকিৎসকদের দেয়া প্রেসক্রিপশনেও। জ্বর হলেই চিকিৎসকদের কাছে যেতে হবে এবং চিকিৎসকরাও ডেঙ্গু টেস্ট করানোর পরামর্শ দিচ্ছেন। পাল্টে যাচ্ছে ডেঙ্গুর ধরন। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরও রোগীর শরীরে থাকা ডেঙ্গু জীবাণুর ধরন বুঝতে সময় লাগছে চিকিৎসকদের। ততক্ষণে রোগীর শরীরে থাকা ডেঙ্গুর জীবাণু দ্রুত আরেক রূপ ধারণ করছে।
×