ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেপুটি এ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন ৭০ আইনজীবী

প্রকাশিত: ১০:২০, ২২ জুলাই ২০১৯

 ডেপুটি এ্যাটর্নি জেনারেল নিয়োগ  পেলেন ৭০ আইনজীবী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রীমকোর্টে ৭০ আইনজীবীকে ডেপুটি এ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এদের মধ্যে ৩১ জন নতুনভাবে, ৩২ জন পুনর্নিয়োগ এবং সাতজন সহকারী এ্যাটর্নি জেনারেল থেকে ডিএজি পদে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশে রবিবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। দ্য বাংলাদেশ ল’ অফিসারস অর্ডার ১৯৭২-এর ৩(২) অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবীগণ পুনরাদেশ না দেয়া পর্যন্ত ডেপুটি এ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়। এদিকে জনস্বার্থে ভিন্ন একটি প্রজ্ঞাপনে ২৬ জন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এর পদত্যাগপত্র গ্রহণ করে তাদের নিয়োগ আদেশ বাতিল করে ডেপুটি এ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। নতুন করে নিয়োগ পাওয়া ৩১ জন হলেন- এস এম নজরুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক রানা, ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান, মোঃ সাইফুদ্দিন খালেদ, মোঃ আসাদুজ্জামান মনির, মোঃ আব্দুল আজিজ মিয়া মিন্টু, মোঃ তাহেরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম সিদ্দিক, অমিত দাস গুপ্ত, বি এম আব্দুর রাফেল, তুষার কান্তি রায়, মোহাম্মদ আবুল হাশেম, এস এম আশরাফুল হক জর্জ, দেবাশীষ ভট্টাচার্য, আবু ইয়াহিয়া দুলাল, এস এম ফজলুল হক, মোঃ গিয়াস উদ্দিন আহমদ, সূজিত চ্যাটার্জী বাপ্পী, ব্যারিস্টার নওরোজ মোঃ রাসেল চৌধুরী, শাহীন আহমেদ খান, বিপুল বাগমার, ব্যারিস্টার মোঃ নুর উস সাদিক, ব্যারিস্টার ওয়ারেস আল হারুনী, মোঃ সারোয়ার হোসেন বাপ্পী, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মুশফাকুর রহমান সবুজ, হারুনুর রশিদ, আব্দুল ওয়াহাব, কাজী শাহানারা, নাসিমা কে হাকিম ও শাহিদা খাতুন।
×