ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর ভিশন ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান’

প্রকাশিত: ০৯:২৯, ২২ জুলাই ২০১৯

 ‘প্রধানমন্ত্রীর ভিশন ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে  একযোগে কাজ  করার আহ্বান’

বাপাউবো প্রশিক্ষণ ইনস্টিটিউট ভাগ্যকূলে রবিবার অনুষ্ঠিত নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান বলেন, দেশ গড়ার কাজে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকলকে প্রধানমন্ত্রীর ভিশন ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। সে কারণে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সর্বস্তরের প্রকৌশলীর অংশগ্রহণের বিকল্প নেই। তিনি বলেন, উন্নত দেশ গড়ার অংশ হিসেবে টেকসই পানি ব্যবস্থাপনা বাস্তবায়ন কাজ হাতে নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এ লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ইনোভেশন কৌশল অর্জনের সঙ্গে সঙ্গেই আমরা কর্মকর্তা-কর্মচারীর জন্য নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করছি। পাশাপাশি, সকল দফতরে অন-জব ট্রেনিং এবং ইন-হাউজ ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত জনবল তৈরি করা হচ্ছে, যা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আবশ্যক। নবনিযুক্ত প্রকৌশলীদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্যও তিনি আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×