ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পীরগঞ্জে ৯৩ গ্রাম পুলিশের ২১ মাস ধরে ভাতা বন্ধ

প্রকাশিত: ০৫:২৬, ২১ জুলাই ২০১৯

পীরগঞ্জে ৯৩ গ্রাম পুলিশের ২১ মাস ধরে ভাতা বন্ধ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহ জন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ৯৩ জন গ্রাম পুলিশ। তারা তাদের দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করে গ্রামে সুনাম অর্জন করেছে। জনগণের জানমাল রক্ষায় তাদের যথেষ্ট অবদান রয়েছে। ওই সব গ্রাম পুলিশ সপ্তাহে প্রত্যেক রবিবার থানায় হাজিরা দেন। প্রত্যেক মাসে ৪ বার হাজিরার জন্যে যাতায়াত ভাতা ১ হাজার ২শ টাকা প্রদান করার নিয়ম রয়েছে। ২১ মাস ধরে তাদের ভাতা বন্ধ থাকায় তারা মানবেতর জীবন যাপন করছে। এদের মধ্যে ১০ জন দফাদার ও ৮৩ জন মহল্লাদার (গ্রাম পুলিশ) রয়েছে। ২১ মাসের ২২ লক্ষ টাকা বকেয়া রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব টাকা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১% থেকে পরিশোধ করার কথা রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউপ শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী গত ০৮/০২/২০১৭ইং তারিখে ভাতা প্রদানের জন্যে উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দিয়েছে। মন্ত্রণালয়ের চিঠি এখনও পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় গ্রাম পুলিশদের মধ্যে অনিহা ও ক্ষোভ দেখা দিয়েছে। ঝড়, বৃষ্টি, প্রচন্ড রোদ ও প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে প্রত্যেক রবিবার তারা থানায় হাজিরা দিয়ে থাকেন। অথচ তারা নিয়মিত যাতায়াত ভাতা পাচ্ছে না। গ্রাম পুলিশদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ঠাকুরগাঁও, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে একাধিক বার যোগাযোগ করেও সমাধান পায়নি বলে রবিবার দুপুরে এ প্রতিনিধির কাছে অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন গ্রাম্য পুলিশরা।
×