ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএমজেএফ ’র নির্বাহী কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:১৮, ২১ জুলাই ২০১৯

বিএমজেএফ ’র নির্বাহী কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ)” এর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভাপত্ত্বি করেন বিএমজেএফ ’র উপকমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আবুল কাশেম । জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে “জাতির জনকের সোনার বাংলা প্রতিষ্ঠা ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা উপলক্ষ্যে” প্রকাশিতব্য, ‘মুক্তিযুদ্ধই চেতনা’ শীর্ষক স্বরণিকা উপকমিটি কার্যক্রম সহ সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ‘তার মধ্যে আগামী শনিবার বিকাল ঘটিকায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৯ম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব:) মরহুম জিয়াউদ্দিন আহম্মেদ স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।’ স্বরণীকা উপকমিটির সকল সদস্যগণ-কে নিজ নিজ দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করতে হবে, এমনকি স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে কোন প্রকার অবহেলা করলে সংগঠণ বিরোধী কাজ হিসেবে তাঁর বিরুদ্ধে ফাউন্ডেশন এর নীতিমালা অনুযায়ী সাংগঠনিক ব্যবস্হা নে’য়া হবে।’ প্রত্যেক জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ-কে কমপক্ষে ০৩(তিন) জন নতুন সদস্য সংগ্রহ করত: আগামী জুলাই অনুষ্ঠিতব্য সভায় উপস্থিত নিশ্চিত করতে হবে।’ ‘উপকমিটির নেতৃবন্দ যাঁরা প্রাইভেট কোম্পানী বা ব্যাক্তিগত বিজ্ঞাপনের ফর্ম সংগ্রহ করত: দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আবশ্যিক ভাবে আগামী বিজ্ঞাপনের কপি ও মূল্য পরিশোধ করতে হবে। ৩০জুন মাসিক চাঁদা/ফি বকেয়ার কারণে সদস্য/নেতৃত্ব পদ সাময়িক স্থগিত হয়েছে, তাঁদের আবশ্যিক ভাবে আগামী ২৭জুলাই এর মধ্যে পরিশোধ করে সদস্য/নেতৃত্ব পদের স্হগিতাদেশ প্রত্যাহার করিয়ে নিতে হবে। অন্যথায়, তাঁদের তথ্য/তালিকা জামুকা ও প্রকাশিতব্য স্বরণীকায় দে’য়া হবে না। সভায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রামপুরা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী রেজা লস্কর বাবলু, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো: আকতারুজ্জামান খসরু, বীর মুক্তিযোদ্ধা মো: আকরাম হোসেন, এস,এম সামসুল হুদা এবং সম্পাদক মন্ডলীর সদস্যগণের মধ্যে জনাব মো: আ: রশিদ মন্ডল রানা। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আজীবন সদস্য জনাব হাকিম, বীর মুক্তিযোদ্ধা এএসএম শিবলী রেজা সহ বীর মুক্তিযোদ্ধা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মতিয়র রহমান ডিজেল সভা পরিচালনা করেন ।
×