ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কালকিনিতে অসহায় মানুষের মাঝে বিনামুল্যে স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ০০:১৮, ২১ জুলাই ২০১৯

কালকিনিতে অসহায় মানুষের মাঝে বিনামুল্যে স্বাস্থ্যসেবা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ ‘স্বাস্থ্যসেবা সকলের অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে বানভাসি অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ষোলোআনা ফাউন্ডেশন। আজ রবিবার সকালে উপজেলার এনায়েতনগর এলাকার সমিতিরহাট কেজি স্কুলে এই কর্মসুচি উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নূরুজ্জামান সরদার, সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মুর্শিদা এনাম মিম, সহ-সভাপতি গোলাম সরোয়ার মানিক ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম প্রিন্স। এসময় বানভাসি রোগীদের মাঝে চক্ষু, গাইনি, ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও বিনামুল্যে তাদের মাঝে ওষুধ বিতরন করা হয়।
×