ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অ্যামাজনে ৯৪ ডলারে ১৩০০০ ডলারের ক্যামেরা, লেন্স!

প্রকাশিত: ২২:৫১, ২১ জুলাই ২০১৯

অ্যামাজনে ৯৪ ডলারে ১৩০০০ ডলারের ক্যামেরা, লেন্স!

অনলাইন ডেস্ক ॥ অ্যামাজান প্রাইম ডে অফারে প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজারো ডলারে হাই-এন্ড ক্যামেরা লেন্সের দাম নেমে এসেছে ১০০ মার্কিন ডলার নিচে। আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, বার্গেইন হান্টার নামের এক গ্রাহক দাবি করেছেন ১৩ হাজার মার্কিন ডলারের ‘ক্যানন ইএফ ৮০০এমএম এফ/৫.৬এল আইএস লেন্স’ তিনি অর্ডার করেছেন মাত্র ৯৪ ডলারে। ফুজিফিল্ম এক্স১০০এফ এবং ক্যানন ইওএস আর ক্যামেরার দাম যেখানে এক হাজার মার্কিন ডলারের ওপর সেখানে গ্রাহক তা পেয়েছেন ১০০ ডলারে। দামের এই ভুলকে সম্মান জানিয়ে ক্যামেরা ও অন্যান্য সামগ্রী ইতোমধ্যেই প্রাহককে সরবরাহ করেছে অ্যামাজন। অনেক গ্রাহক এমনটাও দাবি করেছেন যে ভুল এই দামগুলো বেস্ট বাই এবং ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানগুলোর ‘ফায়ার সেল’ মূল্যের সমান। প্রথমে এক গ্রাহক খেয়াল করেন সনি এ৬০০০ ক্যামেরা এবং ১৬-৫০ এমএম লেন্সের মূল্য দেখানো হচ্ছে ৯৫.৫ ডলার, যার আসল মূল্য ৫৫০ ডলার। এটি স্লিকডিলস-এ শেয়ার করার পর অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় অ্যামাজনের এই ত্রুটি। পেটাপিক্সেল-এর এক প্রতিবেদনে বলা হয়, “অনেকে অ্যামাজনের গ্রাহক সেবায় যোগাযোগ করে তাদের অর্ডারের অবস্থা জানতে চাইলে বলা হয় পণ্য সরবরাহ করা হবে।”
×