ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যোগাযোগে বিঘ্ন ঘটায় ত্রাণ পৌঁছাতে সময় লাগছে ॥ ডাঃ এনামুর

প্রকাশিত: ১১:০৩, ২১ জুলাই ২০১৯

 যোগাযোগে বিঘ্ন ঘটায় ত্রাণ পৌঁছাতে  সময় লাগছে ॥ ডাঃ এনামুর

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২০ জুলাই ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, সারাদেশে একযোগে বন্যা শুরু হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে। বন্যা চলাকালীন আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ত্রাণ দিয়ে আপনাদের ছোট করতে চাই না। তাই বন্যা শেষ হলেই আপনাদের এলাকা রক্ষা করতে বেড়িবাঁধের কাজ শুরু হবে। দেশে পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। কিন্তু বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন হওয়ায় ত্রাণসমাগ্রী পৌঁছাতে সময় লাগছে। শনিবার বিকেলে টাঙ্গাইলের ভুঞাপুর-তারাকান্দি সড়কের টেপিবাড়ি এলাকায় বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
×