ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ জামাল ও আরামবাগ জয়ী

প্রকাশিত: ১১:০০, ২১ জুলাই ২০১৯

 শেখ জামাল ও আরামবাগ জয়ী

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল (বিপিএল) লীগে জয় কুড়িয়ে নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ ও শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। শনিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারায় শেখ জামাল। প্রথম লেগে দু’দলের মোকাবেলায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে নিজেদের হোম ভেন্যুতে ১৯৭৭ লীগের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৬-৩ গোলে হারিয়েছে আরামবাগ। প্রথম লেগের সাক্ষাতে উভয় দল ১-১ গোলে ড্র করেছিল। ঢাকার ম্যাচে ৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় ‘বেঙ্গল ইয়োলোস খ্যাত’ শেখ জামাল। গাম্বিয়ান ফরোয়ার্ড ইবু কেদারনাথ গোল করে দলকে এগিয়ে দেন (১-০)। ৩৭ মিনিটে সাখাওয়াত হোসেন রনির যোগান দেয়া বলে চট্টগ্রাম আবাহনীর জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আরেক গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম (২-০)। বাকি সময়ে আর কোন গোল হয়নি। অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি বন্দরনগরীর দলটি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তিনবারের লীগ শিরোপাধারী জামাল। ২২ ম্যাচে সপ্তম জয়ে ২৭ পয়েন্ট শেখ জামালের। তারা আছে পয়েন্ট টেবিলে আগের ষষ্ঠ স্থানেই। পক্ষান্তরে ২১ ম্যাচে অষ্টম হারে ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে চট্টগ্রাম আবাহনী । তারা আছে সপ্তম স্থানে। ময়মনসিংহে অনুষ্ঠিত ম্যাচে ১৬ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউয়ের বাড়িয়ে দেয়া বলে মোহাম্মদ আরিফুর রহমান গোল করলে এগিয়ে যায় আরামবাগ (১-০)। ২৮ মিনিটে মিডফিল্ডার সোহেল রানার পাসে কঙ্গোর ফরোয়ার্ড বল সিও জুনাপিও বল পাঠালে সমতায় ফেরে রহমতগঞ্জ (১-১)। ৪১ মিনিটে ডিফেন্ডার ফয়সাল আহমেদের পাসে গোল করে রহমতগঞ্জকে এগিয়ে দেন মিডফিল্ডার সোহেল রানা (২-১)। ৪৭ মিনিটে মানিক হোসেন মোল্লার পাসে গোল করে ম্যাচে সমতা আনেন আরামবাগের চিনেদু ম্যাথিউ (২-২)। ৫৪ মিনিটে রহমতগঞ্জের জালে বল পাঠান ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল। (৩-২)। ৬৭ মিনিটে পল এমিলের পাসে জালাল মিয়া গোল করলে ৪-২ গোলে লিড নেয় আরামবাগ। ৭৭ মিনিটে গোল করেন আরামবাগের উজবেক ডিফেন্ডার ইকবল বাবা কানভ (৫-২)। ৭৭ মিনিটে এবার রহমতগঞ্জের জালে বল পাঠান পল এমিল (৬-২)। ৮২ মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জ। সিও জুনাপিও গোল করলে ব্যবধান কিছুটা কমে আসে (৩-৬)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা। ২২ ম্যাচে নবম জয়ে ৩০ পয়েন্ট ‘রাইজিং স্ট্রেংথ’ খ্যাত আরামবাগ ক্রীড়া সংঘের। আছে আগের মতোই পঞ্চম স্থানে। পক্ষান্তরে ২১ ম্যাচে দশম হারে ১৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে রহমতগঞ্জ।
×