ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এভাবে বিশ্বকাপ জিততে চাননি মরগান!

প্রকাশিত: ১০:৫৮, ২১ জুলাই ২০১৯

 এভাবে বিশ্বকাপ জিততে চাননি মরগান!

শাকিল আহমেদ মিরাজ ॥ নির্ধারিত ৫০ ওভারের পর সুপার ওভারও টাই! নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক ফাইনালে বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থাকায় বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। আইরিশ বংশোদ্ভূত ইয়ন মরগানের নেতৃত্বে দীর্ঘ ৪৪ বছর অপেক্ষার পর ক্রিকেটে প্রথম শিরোপার পেয়েছে কুলিন ইংলিশরা। ১০২ ওভারের ম্যারাথন ম্যাচে না হেরেও রিক্তবদনে ফিরতে হয়েছে কিউইদের। বিষয়টি নিয়ে সাবেক, বর্তমান তারকা, বিশ্লেষক, সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও আলোচনা-সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। মর্মপীড়ায় ভোগা ইংল্যান্ড অধিনায়ক মরগানও এবার বললেন, এভাবে শিরোপা জেতা ঠিক হয়নি। বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনালের ফল ন্যায্যতার ভিত্তিতে হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ভবিষ্যত নিয়েও কথা বলেছেন ইংলিশদের রঙিন পোশাকের অধিনায়ক। জানিয়েছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনেক দূরের পথ। সেটি নিয়ে এখনই ভাবছেন না। তবে ২০২০ টি২০ বিশ্বকাপেও ভাল কিছুর জন্য অপেক্ষায় আছেন। মরগান বলেন, ‘দুটি দলের মাঝে যখন তেমন কোন পার্থক্যই নেই তখন এ ধরনের ফল ন্যায্য বলে আমি মনে করি না। (ফাইনালে) এমন কোন মুহূর্ত আসেনি যখন আপনি বলতে পারবেন ম্যাচটা ফসকে গেল। আমি স্বাভাবিকই আছি। কি ঘটেছে তা মাঠে থেকেই দেখেছি। কিন্তু এভাবে জিতব এটা আমি নিজেও আশা করিনি। এই জয় কোনভাবেই মেনে নেয়া যায় না!’ ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমসকে দেয়া দীর্ঘ সাক্ষাতকারে স্মরণীয় সেই ফাইনাল নিয়ে ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ‘ম্যাচের গতিধারা পাল্টে দেয়ার মতো কোন মুহূর্ত নেই। হ্যাঁ, আমরা শুরু থেকেই জয়ের যোগ্য দাবিদার ছিলাম। কেনের (উইলিয়ামসন) সঙ্গে গত কয়েকদিন ধরেই কথা হচ্ছে। যৌক্তিকভাবে আমরা এ সিদ্ধান্তে আসতে পারিনি যে, কেউ ম্যাচে হাল ছেড়ে দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘জেতা অবশ্যই কঠিন ছিল, কিন্তু হেরে যাওয়া ছিল আরও কঠিন। তবে মরগান স্বীকার করেছেন, এই ম্যাচটি তিনি আজীবন মনে রাখবেন, কারণ এই ম্যাচ সর্বকালের সেরার তালিকায় ফেলা যায়। এই রকম শ্বাসরুদ্ধকর এবং নাটকীয় ম্যাচ হয়তো আর সহসা দেখা যাবে না। ইংল্যান্ড অধিনায়ক ওয়ানডে ক্রিকেটে আরও কিছুদিন থাকবেন কিনা এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া অনেক বড় বিষয়, তবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপ তার পরবর্তী লক্ষ্য। মরগান বলেন, ‘আমার মনে হয় না এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথা বলার সময় এসেছে। সত্যি বলতে কি বিশ্বকাপের শিরোপা জয় করার আনন্দ থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি। এখনও মানসিকভাবে অন্য কিছু চিন্তা করতে পারছি না। বিশ্বকাপের শিরোপার আনন্দ যে কি তা আগে কখনই উপলব্ধি করতে পারিনি। শারীরিক ও মানসিকভাবে এখনও সেই আনন্দে ভাসছি। আগামী দুই মাসে হয়তো এর থেকে বেরিয়ে আসতে পারব। তখন আশা করছি, পরিবার ও দলের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের করণীয় ঠিক করব’ ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়ে হতাশ করেছিল ইংল্যান্ড। সেই ইংল্যান্ডই চার বছর পরে নিজেদের দারুণভাবে প্রস্তুত করে তুলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয় করে। আর এসব সাফল্য এসেছে মরগানের নেতৃত্বে। মরগানের অধীনে ২০১৬ টি২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের সাফল্যের আরেক কারিগর কোচ ট্রেভর বেলিস অবশ্য আসন্ন এ্যাশেজ সিরিজের পরই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী মরগান প্রথমবারের আয়োজিত ইউরো টি২০ স্ল্যামে ডাবলিনকে নেতৃত্ব দিবেন। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের ৬টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ২০ ওভারের এই টি২০ স্ল্যাম নিয়ে মরগান দারুণ আশাবাদী। টুর্নামেন্টের অন্যতম তারকা হিসেবে অংশ নিচ্ছেন ৩২ বছর বয়সী মরগান। পরশু লন্ডনে টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে ১০০’রও বেশি আন্তর্জাতিক ও ঘরোয়া খেলোয়াড় ছয়টি ফ্র্যাঞ্চাইজি আমস্টারডাম নাইটস, বেলফাস্ট টাইটান্স, ডাবলিন চিফস, এডিনবার্গ রকস, গ্লাসগো জায়ান্ট ও রটারডাম রিয়ন্সে খেলছেন। আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ আমির, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ইউরো টি২০ স্ল্যাম।
×