ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশ সপ্তম

প্রকাশিত: ১০:৫৮, ২১ জুলাই ২০১৯

 ইনডোর এশিয়া কাপ হকিতে বাংলাদেশ সপ্তম

স্পোর্টস রিপোর্টার ॥ সপ্তম হয়ে নিজেদের প্রথম ইনডোর এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ। শনিবার স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৯-০ গোলে হারিয়েছে শিতুল-কৌশিকরা। থাইল্যান্ডের চোনবুরিতে পুল ‘বি’র চতুর্থ দল চাইনিজ তাইপের বিরুদ্ধে শুরু থেকেই গতিময় ছিল বাংলাদেশ। প্রথমার্ধে তারা এগিয়ে যায় ৫-০ গোলে। দ্বিতীয়ার্ধে আসে আরও ৪ গোল। নবাগত বাকি তিন দলের মধ্যে চাইনিজ তাইপে, নেপাল ও ফিলিপিন্স যথাক্রমে হয়েছে অষ্টম, নবম ও দশম। ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম (৫ ও ১৮ মিনিটে, দুটিই পিসি গোল), মিলন হোসেন (১৫ ও ২০ মিনিটে, দুটিই ফিল্ড গোল) এবং ফরহাদ আহমেদ শিতুল (২৬ ও ৩২ মিনিটে, প্রথমটি ফিল্ড গোল, দ্বিতীয়টি পিসি গোল)। এছাড়া ১টি করে গোল করেন রাসেল মাহমুদ জিমি (২০ মিনিটে, ফিল্ড গোল), মাইনুল ইসলাম কৌশিক (২৮ মিনিটে, ফিল্ড গোল) এবং খোরশেদুর রহমান (৩৩ মিনিটে, ফিল্ড গোল)। আগামী ২২ জুলাই বিকেল ৫টায় বিমানযোগে ঢাকায় ফিরবে বাংলাদেশ জাতীয় ইনডোর হকি দল।
×