ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লঙ্কান ক্রিকেট দলে ব্যাপক পরিবর্তন

প্রকাশিত: ১০:৫৭, ২১ জুলাই ২০১৯

 লঙ্কান ক্রিকেট দলে ব্যাপক পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের বিশাল দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে খেলেছেন এমন চারজনকে ছেঁটে ফেলা হয়েছে, পরিবর্তে ডাকা হয়েছে দশজনকে! দিমুথ করুনারতেœর নেতৃত্বাধীন বিশাল স্কোয়াডে চমকও বিশাল। বাদ পড়েছেন সুরঙ্গা লাকমল, মিলিন্দা সিরিবর্ধনে, জেফরি ভ্যান্ডারসে ও জীবন মেন্ডিস। ফিরেছেন নিরোশান দিকওয়েলা, আভিশকা গুনাথিলাকা, আকিলা ধনঞ্জয়া ও লক্ষণ সান্দাকানের মতো পরিচিত ক্রিকেটাররা। বিশ্বকাপে চোটে পড়া পেসার নুয়ান প্রদীপ ফিট হয়ে দলে ফিরেছেন। তবে উপেক্ষিতই থেকে গেছেন সাবেক অধিনায়ক ও তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। পেস আক্রমণের প্রধান অস্ত্র লাসিথ মালিঙ্গা সম্ভবত এই সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ২৩ তারিখ একমাত্র প্রস্তুতি ম্যাচ এবং ২৬, ২৮ ও ৩১ জুলাই দিবারাত্রির তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। স্বাগতিক হওয়ার কারণেই আপাতত লম্বা এক স্কোয়াড দিতে পারছে শ্রীলঙ্কা। এর আকার পরে ছোট করে আনা হবে কি না তা অবশ্য পরিষ্কার নয়। কারণ এই দলটি প্রাথমিক দল কি না তা নির্দিষ্টভাবে উল্লেখ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। খেলা যেহেতু প্রেমাদাসায় স্বভাবতই স্পিন আক্রমণের মূলশক্তি করে দল সাজাচ্ছে স্বাগতিকরা। নতুন-পুরনো মুখ মিলিয়েই এই দল। বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন বাদ পড়া এমন চার ক্রিকেটার হলেন অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনে ও জীবন মেন্ডিস, লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসে ও পেসার সুরঙ্গা লাকমল। দলে ফিরেছেন নিরোশান দিকওয়েলা, লাহিরু কুমারা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষণ সান্দাকানসহ ১০ জন। তবে জায়গা হয়নি সাবেক অধিনায়ক ও তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ চান্দিমালের। শ্রীলঙ্কার স্পিনবান্ধব উইকেটের কথা চিন্তা করে স্পিননির্ভর দলই সাজিয়েছে এসএলসি। ধনাঞ্জয়া ও সান্দাকান কিছুদিন আগে ‘এ’ দলের সঙ্গে ভারত সফর করে এসেছেন। স্পিন আক্রমণের অন্য সদস্যরা হলেন ওয়ানিদু হাসারাঙ্গা, আমিলা আপোনসো, শেহান জয়াসুরিয়া ও ধনাঞ্জয়া ডি সিলভা। পেস বোলিং আক্রমণের দায়িত্বে যথারীতি লাসিথ মালিঙ্গা। সম্ভবত বাংলাদেশের বিপক্ষে সিরিজটি খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন অভিজ্ঞ এই পেসার। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ শেষেই অবশ্য শ্রীলঙ্কার পুরো কোচিং দলই বদলে যাওয়ার কথা। দেশটির ক্রীড়ামন্ত্রী এসএলসিকে ‘অনুরোধ’ করেছেন প্রধান কোচ চন্দ্রিকা হাতুরুসিংহেসহ কোচিং সবাইকে বাদ দেয়ার। এসএলসি প্রধানও বলেছেন ক্রীড়ামন্ত্রীর মতো তারাও চাচ্ছেন সবকিছু বদলে ফেলতে। এশিয়া কাপে ভরাডুবির পর ম্যাথুসের পরিবর্তে মালিঙ্গাকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল শ্রীলঙ্কা। স্বেচ্ছাচারী আচরণের জন্য কোচ হাতুরুকে নির্বাচক কমিটি থেকে বাদ দিয়ে বিশাল পরিবর্তন এনে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল এসএলসি। সেখানে বৃষ্টিতে পরিত্যক্ত দুটি ম্যাচ থেকে পাওয়া ২ পয়েন্ট পুঁজি করে শেষ পর্যন্ত সেমির রেসে থাকা দলটির বড় সাফল্য ছিল আয়োজক ইংল্যান্ডকে হারানো। বিশ্বকাপে বৃষ্টিতে পরিত্যক্ত লঙ্কানদের দুই ম্যাচের একটি ছিল বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই সেই ম্যাচজয়ের আশা করেছিল। সুতরাং এই সিরিজটা দু’দলের জন্যই সেটি প্রমাণের সুযোগ। যদিও এই সিরিজে ভাল করলেই যে শ্রীলঙ্কান কোচিং স্টাফে পরিবর্তন থেমে যাবে এমন নয়, কারণ দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এবং এসএলসি উভয়েই পরিবর্তনের বিষয়ে একমত। বিশ্বকাপে পরিত্যক্ত সেই ম্যাচে টাইগাররা নিজেদের ফেবারিট বললেও সফরে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ ছুটিতে থাকায় বাংলাদেশ পাচ্ছে না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ইনজুরিরর কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অলরাউন্ডার সাইফুদ্দিন। সিরিজে নেতৃত্ব দেবেন বিশ্বকাপে চরম ব্যর্থ ওপেনার তামিম ইকবাল। গত এপ্রিলে শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে ভয়বহ সিরিজ বোমা হামলার পর দেশটিতে এটিই প্রথম আন্তর্জাতিক আয়োজন। সুতরাং মাঠের বাইরে নিরাপত্তার দিকেও থাকবে বিশেষ দৃষ্টি। শ্রীলঙ্কা ওয়ানডে দল ॥ দিমুথ করুনারতেœ (অধিনায়ক), কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, এ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, শিহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান দিকওয়েলা, আভিশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লক্ষণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিতা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা ও লাহিরু মাদুশঙ্কা।
×